ড. শাহ্ মোঃ সেলিম বিপিএমসিএ’র সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা
Published : Tuesday, 12 January, 2021 at 12:00 AM
২০০৫ সালে কুমিল্লায় প্রতিষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজ, ইস্টার্ন মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ’র) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠন এলামনাই এর সহ সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি কাব, কুমিল্লার প্রতিষ্ঠাতা সভাপতি ড. শাহ্ মোঃ সেলিম গত ৯ জানুয়ারি ২০২১ শনিবার সন্ধ্যা ৬টায় দি ওয়েষ্টিন, ঢাকায় আয়োজিত বিপিএমসিএ’র বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ১ম সিনিয়র সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ায় বিভিন্ন ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
১১ জানুয়ারী ২০২১ সোমবার বেলা ১১ টায় কাবিলাস্থ্য ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাসে তিনি পৌঁছালে অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ সহ শিক্ষকম-লী, কর্মকর্তা-কর্মচারী সমেত সকলে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষে অধ্যক্ষ ছাড়াও উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে শিক্ষকমন্ডলী, অবস্ গাইনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোসাম্মৎ শামীমা আক্তার, সহযোগী অধ্যাপক ডাঃ সায়মা আফরোজ সহ অন্যান্য শিক্ষকম-লী, শিশু বিভাগের কনসালটেন্ট ডাঃ দেবাশীষ চক্রবর্তী ও হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মঈনুল ইসলাম (ওয়াসিক) এর নেতৃত্বে রেজিষ্ট্রার, সহকারী রেজিষ্ট্রার সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ, কলেজ নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ পাটোয়ারীর নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, হাসপাতাল প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের ও হিরার নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইস্টার্ন মেডিকেল কলেজ ফরেন স্টুডেন্ট ফোরাম ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এছাড়াও ইউনিভার্সিটি কাব কুমিল্লার পক্ষে কার্যকরী সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোকাদ্দেছ আলী মজুমদার শাহীন, যুগ্ম সম্পাদক সোহেল হায়দার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান এলামনাই সভাপতি আবু মুছা, কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাচা মেলার পরিচালিকা অনিমা মজুমদার, সংগঠক মেহেদি হাসান, চ.বি. সমাজতত্ত্ব ফোরাম-৮১ এর সভাপতি আজহারুল ইসলাম শাহজাহান, ফোরাম-৭৩ কুমিল্লা জিলা স্কুল এর পক্ষে আব্দুল কুদ্দুছ, হুমায়ুন কবির, চ.বি. এলামনাই ব্যাচ-৮১ এর সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মঞ্জুর আলম সহ অন্যান্য ব্যক্তিবর্গ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।
আরো অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম ও কার্যকরী সদস্য কামরুল হাসান হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।