ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশের বিপে কী করতে হবে জানে উইন্ডিজ
Published : Saturday, 16 January, 2021 at 12:00 AM
 
বাংলাদেশের বিপে কী করতে হবে জানে উইন্ডিজ দলের নিয়মিত সদস্যদের ছাড়াই বাংলাদেশ সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ। তবে টেস্ট দলের পেস বোলিং বিভাগের দিকে তাকালে দেখা যাবে ভিন্নতা। অন্যসব বিভাগেই যেখানে অচেনা মুখদের ছড়াছড়ি সেখানে অভিজ্ঞ পেসার কেমার রোচের সঙ্গে আছেন শ্যানন গ্যাব্রিয়েল ও আলঝারি জোসেপ। টেস্ট শুরু হতে এখনো দেরি তার আগেই রোচ জানিয়ে দিলেন, বাংলাদেশের বিপে কী করতে হবে তারা জানেন।
‘আমরা ভালো পরিকল্পনা করছি, বোলিং কোচের সাথে কথা হচ্ছে, নিজেদের মধ্যেও আলাপ আলোচনা করছি। আমরা জানি আমাদের কী করতে হবে। এটা আমাদের আবেগের ব্যাপার। আমরা সিরিজের দিকে তাকাচ্ছি’-শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এভাবেই বলছিলেন কেমার রোচ।
দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ফেব্রুয়ারিতে। তবে বসে নেই উইন্ডিজ টেস্ট স্কোয়াড। ওয়ানডে স্কোয়াডের সঙ্গে তাল মিলিয়ে তারাও ঘাম ঝরাচ্ছে মাঠে। গতকাল কোয়ারেন্টাইন পর্ব শেষে অনুশীলন শুরুর পর আজও ঘাম ঝরিয়েছেন রোচরা। এ দেশে পেসারদের জন্য পারফর্ম করা কঠিন বলে মনে করেন অভিজ্ঞ এই পেসার। তবে তার কাছে আছে ভালো করার টোটকাও।
রোচ বলেন, ‘সবাই জানি বাংলাদেশ সবসময় পেসারদের জন্য কঠিন। তবে আমি যদি পরিকল্পনা ঠিকঠাক প্রয়োগ করতে পারি দলের জয়ে অবদান রাখতে পারব। আমি মনে করি, মাঠে বেশ আক্রমণাত্মক থাকতে হবে। যেহেতু পিচে খুব বেশি বাউন্স থাকবে না। মাঠে পরিকল্পনাটা ঠিকঠাক করতে হবে এবং সেটার প্রয়োগও। আপনাকে এসব েেত্র গতির সংমিশ্রণ করতে হবে। সবচেয়ে সহজ বিষয় হল ভালো জায়গায় টানা বল করে যেতে হবে যতটা সম্ভব।’
রোচ কথা বলেন নিজেদের পেস আক্রমণ নিয়েও। তিনি নিজে মনে করেন অন্য বিভাগগুলোর তুলনায় পেস আক্রমণ অভিজ্ঞ। ‘হ্যাঁ, আমাদের পেস আক্রমণ অভিজ্ঞতায় এগিয়ে আমি এবং শ্যান (শ্যানন গ্যাব্রিয়েল) আমাদের কাজটা করতে হবে, আলজারিও (জোসেফ) আছে।  স্পিনারদের সম্ভবত আরও কিছু কাজ করতে হবে। উইকেট দেখে সিদ্ধান্ত নিতে হবে, বোলিং ইউনিটের সাফল্যের জন্য টিম ওয়ার্ক করতে হবে’-বলছিলেন রোচ।