ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রিয়ালের বিদায়, হচ্ছে না এল কাসিকো ফাইনাল
Published : Saturday, 16 January, 2021 at 12:00 AM
সবশেষ ২২ সাাতে মোটে এক জয়ের সুখস্মৃতি ছিল সঙ্গী। ফর্মের তু্ঙ্েগ থাকা রিয়াল মাদ্রিদের বিপে নিজেদের পে কিছুই ছিল না আথলেতিক বিলবাওয়ের। অথচ সেই বিলবাওই স্প্যানিশ সুপার কাপ থেকে বিদায় করে দিলো রিয়ালকে। বার্সেলোনা ফাইনালে ওঠায় ফুটবলপ্রেমীরা এল কাসিকো ফাইনালের যে স্বপ্ন বুনছিলেন, তা ভেঙে দিয়েছে বিলবাও।
বৃহস্পতিবার সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে বিলবাও। দুর্দান্ত ম্যাচ জিতে দলকে ফাইনালের মঞ্চে নিতে জোড়া গোল করেছেন রাউল গার্সিয়া। আর রিয়ালের গোলটি এসেছে করিম বেনজেমার পা থেকে। রিয়ালের খারাপ দিনে শুধু তাদের সমর্থকরা, হতাশায় পুড়ছেন হয়তো কোটি ফুটবল ভক্ত। বার্সেলোনা-রিয়ালের উত্তেজনাকর ফাইনাল যে আর হচ্ছে না! রবিবার স্প্যানিশ সুপার কাপের ট্রফি জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে বার্সা-বিলবাও।
২০১৫ সালের পর রিয়ালের বিপে এই প্রথম জয় পেলো বিলবাও। তাদের নতুন কোচ মার্সেলিনোর রিয়াল ম্যাচ দিয়েই প্রথম জয় পেলেন নতুন কাবে।
লা লিগার সবশেষ ম্যাচে জিততে পারেনি রিয়াল। ওসাসুনার মাঠ থেকে ফিরেছে গোলশূন্য ড্র নিয়ে। আর এবার তো হেরেই গেল তারা। ৯ ম্যাচ পর প্রথম হারের মুখ দেখলো জিনেদিন জিদানের দল। মালাগার মাঠ লা রোসালেদায় সুযোগ তৈরি কিংবা শটে সব দিক থেকে এগিয়ে ছিল লস ব্লাঙ্কোস। কিন্তু দুর্ভাগ্য আর বারপোস্ট বাধা হয়ে দাঁড়ানোয় সুপার কাপের সেমিফাইনালেই থেমেছে রিয়ালের পথ। মার্কো আসেনসিও’র দুইটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে পোস্টে লেগে। স্কোরশিটে নাম তোলা বেনজেমার আরেকটি গোল বাতিল হয়েছে অফসাইডে থাকায়।
ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিতে খুব বেশি সময় লাগেনি বিলবাওয়ের। ১৮তম মিনিটে তাদের এগিয়ে নেন রাউল গার্সিয়া। দানি গার্সিয়ার ডিফেন্স চেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা গোলকিপার থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন রাউল গার্সিয়া।
প্রথমার্ধেই বিলবাও ব্যবধান ২-০ করে এই ফরোয়ার্ড দ্বিতীয়বার ল্যভেদ করে। ৩৮ মিনিটে তিনি গোলটি করেছেন পেনাল্টি থেকে। ইনিগো মার্তিনেসকে নিজেদের বক্সে লুকাস ভাসকেস ফাউল করলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে ল্যভেদ করতে কোনও অসুবিধাই হয়নি রাউল গার্সিয়ার।
খেলার ফিরতে মরিয়া রিয়াল ৭৩ মিনিটে পায় গোলের দেখা। তাদের আশা বাঁচিয়ে রাখেন বেনজেমা। কিন্তু পরের সয়মটুকু রিয়ালকে বেঁধে রেখে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে বিলবাও।