আবারও দ্রুততম মানব ইসমাইল, মানবী শিরিন
Published : Saturday, 16 January, 2021 at 12:00 AM
দেশের
দ্রুততম মানব হিসেবে ইসমাইল হোসেন ও দ্রুততম মানবী হিসেবে শিরিন আক্তার
নিজেদের আসন ধরে রেখেছেন। আজ শুক্রবার শুরু হওয়া তিন দিন ব্যাপি বঙ্গবন্ধু
৪৪তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১০০মিঃ স্প্রিন্টে ১০.৫৫ সেকেন্ড সময়
নিয়ে আবারো দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এম ইসমাইল হোসেন।
নৌবাহিনীর শিরিন আক্তার হয়েছেন দেশের দ্রুততম মানবী। ১০০ মিটার স্প্রিন্টে
তিনি সময় নিয়েছেন ১১.৮০ সেকেন্ড ।
শিরিন আক্তার জাতীয় ও সামার
অ্যাথলেটিকস মিলে টানা ১১ বার দ্রুততম মানবীর খেতাব ধরে রেখেছেন।
প্রতিযোগিতার প্রথম দিনে হাইজাম্প (মহিলা) নতুন জাতীয় রেকর্ড হয়েছে।
সেনাবাহিনীর ঋতু আক্তার এ ইভেন্টে ১.৭০ মিটার অতিক্রম করে নতুন জাতীয়
রেকর্ড গড়ছেন। এ ইভেন্টে ১.৬৮ মিটার অতিক্রম করে ২০১৯ সালে রেকর্ড করা
বাংলাদেশ জেলের পে উম্মে হাফসা রুমকী এবারও একই উচ্চতা অতিক্রম করেছেন
বাংলাদেশ নৌবাহিনীর হয়ে।