ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাকিস্তান টেস্ট দলে ৯ নতুন মুখ
Published : Saturday, 16 January, 2021 at 12:00 AM
নিউ জিল্যান্ড সফরে ব্যর্থতার পর নতুন শুরুর দিকে পাকিস্তান। ঘরের মাঠে দণি আফ্রিকার বিপে টেস্ট সিরিজের জন্য ৯ জন নতুন ক্রিকেটারকে ডেকেছে দেশটি। সবশেষ নিউ জিল্যান্ড সিরিজের দল থেকে বাদ পড়েছেন পাঁচ জন।
দুই ম্যাচের এই সিরিজের জন্য শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। এর মধ্য থেকে প্রথম টেস্টের আগে ঘোষণা করা হবে ১৬ জনের দল। আগামী ২৬ জানুয়ারি করাচিতে শুরু হবে প্রথম টেস্ট। আগামী মঙ্গলবার জৈব সুরা বলয়ে প্রবেশ করবে দল।
অভিষেকের অপোয় থাকা ক্রিকেটাররা হলেন-ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমরান বাট, মিডল অর্ডার ব্যাটসম্যান কামরান গুলাম, সালমান আলি আগা ও সউদ শাকিল, স্পিনার নুমান আলি ও সাজিদ খান এবং ফাস্ট বোলার হারিস রউফ ও তাবিস খান। ২০২০-২১ ঘরোয়া মৌসুমে ভালো করার পুরস্কার পেলেন তারা। ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরে দুই বছর পর টেস্ট দলে ফিরেছেন হাসান আলি। কায়েদ-ই-আজম ট্রফিতে ৪৩ উইকেট ও ২৭৩ রানের সৌজন্য জিতেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।
ওই টুর্নামেন্টে ২২ উইকেট ও ৭৪৪ রান করা বাঁহাতি স্পিনার মোহাম্মাদ নেওয়াজও ফিরেছেন দলে। সবশেষ তিনি টেস্ট খেলেন ২০১৬ সালে শারজাহতে, ওয়েস্ট ইন্ডিজের বিপ।ে
সবশেষ ক্রাইস্টচার্চ টেস্টের দল থেকে বাদ পড়েছেন হারিস সোহেল, মোহাম্মাদ আব্বাস, শান মাসুদ ও জাফর গহর। এছাড়া হ্যামস্ট্রিং চোটের কারণে নেই নাসিম শাহ।