ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রুটের ব্যাটে রান চাপায় শ্রীলংকা
Published : Saturday, 16 January, 2021 at 12:00 AM
গল টেস্টের প্রথম ইনিংসে শ্রীলংকার চেয়ে একাই বেশি রান করেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। দুই টেস্টের সিরিজের প্রথমটিকে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১৩৫ রানে অলআউট হয় শ্রীলংকা। ইংলিশ অধিনায়ক রুট সেখানে একাই করেছেন ১৬৮ রান করে আছেন অপরাজিত।
আর দ্বিতীয়দিন শেষে ইংলিশদের দলীয় রান হয়েছে ৩২০ রান। সফরকারীরা লিড নিয়েছে ১৮৫ রানের। হাতে আছে এখনও ৬ উইকেট। রান পাড়ারটা কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়।
লংকানদের অলআউট করে প্রথমদিন ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছিল ইংল্যান্ড। দ্বিতীয়দিনও তারা দুই উইকেট হারিয়েছে। তবে রানটা নিয়ে গেছে শ্রীলংকার ধরা ছোঁয়ার বাইরে। প্রথমদিন শেষে ফিফটির অপোয় থাকা জনি বিয়ারস্টো অবশ্য ৪৭ রান করেই সাজঘরে ফিরেছেন। তবে রুট আছেন অবিচল।
তার সঙ্গে দ্যানিয়েল লউরেন্স বড় একটা জুটি গড়েন। পাঁচে নেমে তিনি করেন ৭৩ রান। রুটের সঙ্গে তার জুটি ভাঙে ১৭৩ রান যোগ করার পরে। এরপর উইকেটরক ব্যাটসম্যান জস বাটলারের সঙ্গে অধিনায়ক রুট জুটি শুরু করতেই নামে বৃষ্টি। শেষ বেলায় ওই বৃষ্টির পরে আর মাঠে ম্যাচ গড়ায়নি।
শ্রীলংকার হয়ে চার উইকেটের তিনটিই নিয়েছেন বাঁ-হাতি স্পিনার লাসিথ এমবুলডেনিয়া। অন্য উইকেটটি নিয়েছেন দিলরুয়ান পেরেরা। এর আগে শ্রীলংকার ইনিংস ধসিয়ে দেন ইংলিশ স্পিনার ডম বেস। তিনি তুলে নেন পাঁচ উইকেট। তিন উইকেট দখল করেন পেসার স্টুয়ার্ড ব্রড।