Published : Saturday, 16 January, 2021 at 12:00 AM, Update: 16.01.2021 1:33:18 AM
রণবীর ঘোষ কিংকর:
চান্দিনা পৌরসভা নির্বাচনে ব্যাপক সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা
হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর
অতিরিক্ত সদস্য অবস্থান নেওয়ায় নিরাপত্তার চাঁদরে সম্পূর্ণ ঢাকা পড়ে আছে
গোটা পৌর এলাকা।তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে ৬ শতাধিক
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও
গোয়েন্দা বাহিনীর একাধিক টিম রয়েছে।
চান্দিনা পৌরসভার ৯টি ওয়ার্ডের
১১টি প্রতিষ্ঠানে ১৫ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ওই ১৫টি কেন্দ্রে ভোট
গ্রহণের জন্য ১৫জন প্রিজাইডিং অফিসার, ৯২জন সহকারি প্রিজাইডিং অফিসার,
১৪৮জন পুলিং অফিসার নিয়োগ করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে
১৫টি কেন্দ্রের বিপরীতে ১৮জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে
১৫টি কেন্দ্রে ১৫জন স্থায়ী ভাবে অবস্থান নিবেন। ৪টি সেক্টর, ৫টি স্টাইকিং
ফোর্স, ১৫টি মোবাইল টিম মাঠে কাজ কাজ করবেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর ৬২৬ সদস্যের মধ্যে ৪২৯ পুলিশ সদস্য, ৩২ বিজিবি সদস্য, প্রায় ৩০ র্যাব ও ১৩৫ আনসার সদস্য রয়েছে।
৪২৯জন পুলিশ সদস্যের মধ্যে জেলা পুলিশ সুপার সহ ৪জন অতিরিক্ত পুলিশ সুপার, ৪জন সহকারি পুলিশ সুপার অবস্থান নেওয়ার কথা রয়েছে।
চান্দিনা
থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান- সুষ্ঠু ও
শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রস্তত প্রশাসন। ১৫টি কেন্দ্রে একজন
করে ম্যাজিস্ট্রেট রয়েছেন। এর পাশপাশি ১৫টি কেন্দ্রেকে ৪টি সেক্টরে ভাগ
করা হয়েছে। প্রতি সেক্টরে একজন সহকারি পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন।
জেলা পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সকল
প্রস্তুতি সম্পন্ন হয়েছে।