কৃষি প্রধান আমাদের এ বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রযুক্তিতি ব্যবহার করে ফসলের আবাদ হয়ে থাকে। তবে কৃষিতে বাংলাদেশের মধ্যে কুমিল্লা অঞ্চলকে প্রতিক্ষিত বলা হয়। সে স্রোতধারায় ১৪/০১/২০২১ খ্রি. তারিখে মসলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ, বগুড়া কর্তৃক আয়োজিত কৃষক উদ্ধুদ্ধকরণ ভ্রমণে বগুড়ার ৪০ (চল্লিশ) জন মসলা চাষী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লাতে বিভিন্ন মসলা ফসলের গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন। তারা বারি উদ্ভাবিত ও গবেষণাধীন সবজি, ফল, মসলা, তৈলবীজ, কন্দাল ও ডাল ফসলের উন্নত জাত ও প্রযুক্তিসমূহ পর্যবেক্ষণ করেন। ভবিষ্যতে তারা নিজেদের এলাকায় উন্নত জাত ও প্রযুক্তিসমূহ বিস্তার করবেন বলে আগ্রহ প্রকাশ করেন। উক্ত উদ্বুদ্ধকরণ ভ্রমণে নেতৃত্ব প্রদান করেন ড. কে এম খালেকুজ্জামান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মসলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ, বগুড়া। এ সময় মসলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ, বগুড়া এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লা এর বিজ্ঞানীবৃন্দ এবং কুমিল্লা জেলার ৩০ জন মসলা চাষী উপস্থিত ছিলেন। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লা এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ উবায়দুল্লাহ কায়ছার কেন্দ্রের গবেষণা কার্যক্রমসমূহ সম্পর্কে আলোচনা করেন। বারি পেঁয়াজ-৬, বারি শিম-১ ও ৫, বারি বেগুন-১০, বারি সরিষা- ১৭ সহ বিভিন্ন ফসলের ফলন দেখে কৃষকগণ উদ্বুদ্ধ হন। এসব ফসলের চাষাবাদ পদ্ধতি, রোগবালাই ও পোকা-মাকড় দমন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।