পরিকল্পনা মন্ত্রণালয়ের গবেষণা সহায়তা পেলেন কুবি শিক্ষক
Published : Sunday, 17 January, 2021 at 12:00 AM
তানভীর সাবিক, কুবি ||
পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন পরিকল্পনা বিভাগের সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের গবেষণা মঞ্জুরীর জন্য নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের গবেষণা কর্মকর্তা মো: লুৎফর রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জানা যায়, সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদের আওতায় এ অর্থবছরে ‘ ঈরঃরুবহং ঞৎঁংঃ ধহফ এড়ড়ফ এড়াবৎহধহপব রহ খড়পধষ এড়াবৎহসবহঃ ওহংঃরঃঁঃরড়হ’ং: অ ঈড়সঢ়ধৎরংড়হ ড়ভ ঞড়ি ঈরঃু ঈড়ৎঢ়ড়ৎধঃরড়হং’ শীর্ষক পিএইচডি গবেষণা প্রস্তাবনাটি যথোপযুক্ত কমিটি কর্তৃক বিবেচিত হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসকে পিএইচডি ক্যাটাগরীতে গবেষণা মঞ্জুরী হিসেবে চার লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।