Published : Saturday, 16 January, 2021 at 7:14 PM, Update: 16.01.2021 7:16:53 PM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে আছে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শওকত হোসেন ভুইয়া। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে অন্তত ৭ হাজার ভোটে এগিয়ে আছে। দ্বিতীয় অবস্থানে আছে স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকে মোঃ শামীম হোসেন। তৃতীয় অবস্থানে আছে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী শাহ মোঃ আলমগীর খান।
আজ শনিবার চান্দিনা পৌরসভা নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
একটি অসমর্থিত সূত্রে জানা গেছে, নৌকা প্রতীকে শওকত ভুইয়া পেয়েছেন ১০ হাজার ২৪৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ভোট পেয়েছেন ৩ হাজার ১৫৫ ভোট।
বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন চলে। নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন- তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শওকত হোসেন ভূইয়া (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খাঁন (ধানের শীষ), একমাত্র স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন (জগ), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী জামশেদ আহমেদ জাকি (ছাতা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কাজী রেজাউল করিম (হাত পাখা)।
১৫টি কেন্দ্রে ভোটগ্রহন অনুস্ঠিত হয়। মোট ভোটার ছিলো ৩১ হাজার ৮শত ৪৮জন, এর মধ্যে নারী ভোটার ১৬ হাজার ১৭০ এবং পুরুষ ভোটার ১৫ হাজার ৬৬৮জন।