‘আমাকে একবার কাজ করার সুযোগ দিন’
Published : Sunday, 17 January, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
আমি চেয়ারম্যান বলতে বুঝি, মানুষের জন্য কাজ করা, বিপদ আপদে ছুটে যাওয়া। আমার এ তারুণ্যকে কাজে লাগিয়ে আমি সর্বোচ্চ সেবা দিতে চাই। আপনারা আমাকে একবার সুযোগ দিন। আমি আপনাদের সাথে নিয়ে একটি বাসযোগ্য মডেল ইউনিয়ন গড়ে তুলব। শুক্রবার রাত সাড়ে ৮ টায় মোহনপুর ইউনিয়নের বাউরা ও গাদিসাইর যুব সমাজ কর্তৃক আয়োজিত বাউরা সরকার বাড়িতে উঠান বৈঠকে এসব কথা বলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ও মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. শাহাদাৎ হোসেন মিঠু। তিনি বলেন, আমি চেয়ারম্যান হই বা না হই আমার কোন দু:খ থাকবে না, আমি অতীতে যেমন আপনাদের মিঠু ছিলাম ভবিষ্যতেও আমি আপনাদের মিঠু থাকবো। আমার জন্ম এ গ্রামে আমার কবরও হতে এ গ্রামেই। আজকের এই হাজার হাজার মানুষের উপস্থিতিই প্রমাণ করে আমি মানুষ আমাকে ভালোবাসে। আমি বিশ^াস করি, মানুষের এ ভালোবাসা দেখে তারুণ্যের প্রতীক লাখো মানুষের আশ্রয়স্থল সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন।
উঠান বৈঠকে বক্তারা বলেন, এই ইউনিয়নে অনেক নির্বাচন দেখছি কিন্তু মিঠুর প্রতি মানুষের এতো ভালবাসা আর কারও বেলায় দেখিনি। তার কর্মের কারণেই আজ এই জনপ্রিয়তা। তা না হলে আজকের এই উঠান বৈঠক জনসভায় রুপ নিলো কি করে ? আমরা মনে করি, এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মিঠু এগিয়ে যাবে। বক্তারা আরও বলেন, এই মিঠু করোনাকালীন সময়ে ঘরে ঘরে খাদ্য পৌছে দেয়া থেকে শুরু করে করোনায় মারা যাওয়া লাশের দাফন, শীত বস্ত্র বিতরণ, বিভিন্ন মাদরাসা, মসজিদ, মন্দিরে অনুদান করেন। যিনি আমাদের এ সমাজের জন্য এতো কিছু করেন আমরা আগামী নির্বাচনে তাকে চাই কিনা ? এসময় সবাই হাত তুলে মিঠু পক্ষে সমর্থন জানান। এর আগে সভার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো মানুষের মুহুর্মুহু মিছিল এসে যোগ দেয় উঠান বৈঠকে। শত শত নেতা কর্মীর শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল পুরো উঠান বৈঠক। প্রবীন আ.লীগ নেতা মো. আবদুর রশিদ’র সভাপতিত্বে, পঙ্কজ সরকারের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ প্রবীন আওয়ামীলীগ নেতা মো. আবদুল কুদ্দস সরকার, এপি গ্রুপের মার্কেটিং ম্যানেজার মো. আবদুল হালিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির, জাহাঙ্গীর আলম, ডা. বিপ্লব, সেন্টু কর, বশির, নুরে আলম, মো. ইউনুসসহ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. মাসুূদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।