ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঢাকা যাওয়ার জন?্য লঞ্চঘাটে এসে পা হারালেন নারী
Published : Sunday, 17 January, 2021 at 12:00 AM
ভোলায় বাড়ি থেকে ঢাকা যাওয়ার জন?্য লঞ্চঘাটে এসে ফারহান-৫ লঞ্চের চাপায় কোহিনুর বেগম (৩৮) নামের এক নারীর বাম পা দ্বিখ-িত হয়েছে।
আহত ওই নারী ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফরাজী বাড়ির মো. সালাউদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে প্রথমে দৌলতখান উপজেলা স্বাস্থ?্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন?্য ভোলা সদর হাসপাতালে পাঠান।
শনিবার (১৬ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে দৌলতখান লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় আবু তা?হের জানান, ওই নারী তার বা?ড়ি থে?কে ঢাকায় যাওয়ার জন?্য দৌলতখান লঞ্চঘা?টে আ?সেন। প?রে চরফ?্যাশ?নের বেতুয়া ঘাট? থে?কে ঢাকাগামী যাত্রীবাহী ফারহান-৫ লঞ্চ?টি দৌলতখান ঘা?টে আ?সে। ওই সময় কো?হিনুর বেগম ল?ঞ্চে ওঠার সময় তার পা ল?ঞ্চে চাপা প?রে দুই খ- হ?য়ে যায়। লঞ্চ?টি দ্রুত চ?লে যায়। প?রে স্থানীয়রা লোকজন ও পু?লিশ সদস?্যরা তা?কে উদ্ধার ক?রে দৌলতখান উপ?জেলা স্বাস্থ?্য কম?প্লে?ক্সে ভ?র্তি ক?রেন। সেখা?নে প্রাথমিক চি?কিৎসা দি?য়ে চি?কিৎসকরা তা?কে উন্নত চি?কিৎসার জন?্য ভোলা সদর হাসপাতা?লে পাঠান। প?রে আত্মীয়-স্বজনরা তা?কে ব?রিশাল হাসপাতা?লে নি?য়ে যায়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত?্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, পু?লি?শ ও স্থানীয়?দের সহ?যোগিতায় আহত কো?হিনুর বেগম?কে দৌলতখান উপ?জেলা স্বাস্থ?্য কম?প্লে?ক্সে চি?কিৎসা দেয়া হ?য়ে?ছে। তার প?রিবা?রের সদস?্যরা অ?ভি?যোগ কর?লে আইনগত ব?্যবস্থা নেয়া হ?বে।