ভোটকেন্দ্র ক্ষমতাসীনদের দখলে: ড. মোশাররফ
Published : Sunday, 17 January, 2021 at 12:00 AM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ?‘জাতীয় নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও ভোটকেন্দ্র ক্ষমতাসীনদের দখলেই। পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীনরা বিএনপির এজেন্টদের কেন্দ্রে যেতে দেয়নি, অনেক জায়গায় বের করে দিয়েছে। এমনকি বিএনপি সমর্থকদের ভোটকেন্দ্রের কাছেও যেতে দেয়নি। তারা গায়ের জোরে ভোটকেন্দ্র দখল করেছে। সরকার নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে।’
শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপনে সম্মাননাবিষয়ক উপ-কমিটির বৈঠকে খন্দকার মোশাররফ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও ক্ষমতাসীনরা একই ধরনের কাজ করছে। তারা নিজেদের এমপি বানাতে যে কাজ করেছে, এখন মেয়র হওয়ার জন্যও একই কাজ করছে। ইভিএমে ভোট গ্রহণের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এমনিতেই মানুষ ভোট দিতে পারে না, এখন আবার মেশিনে ভোট। এ মেশিনের ভোটে দুরভিসন্ধি আছে।’
মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীতে দেশের বাইরেও আঞ্চলিক কমিটি গঠন: মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপনে দেশের বাইরেও আঞ্চলিক কমিটি গঠন করেছে বিএনপি। মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপনে জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য জানিয়ে বলেন, বহির্বিশ্বে জাতীয়তাবাদী শক্তির যারা প্রতিনিধি রয়েছেন, বিএনপির যেসব শাখা রয়েছে, তাদের নিয়ে আমরা আঞ্চলিক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি। মধ্যপ্রাচ্য আঞ্চলিক কমিটি, ইউরোপ আঞ্চলিক কমিটি, যুক্তরাজ্য আঞ্চলিক কমিটি এরই ম্যধ্য গঠিত হয়েছে। অন্যান্য আঞ্চলিক কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটিতে বিএনপি খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বায়ক ও আবদুস সালামকে সদস্য সচিব করে ১৩৫ সদস্যের জাতীয় কমিটি, ৭ সদস্যের স্টিয়ারিং কমিটি, ১৫টি বিষয়ভিত্তিক কমিটি ও ১০টি বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করেছে।
সম্মাননা কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমর বীরউত্তমের সভাপতিত্বে এ সভায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা শাহ মো. আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।