Published : Sunday, 17 January, 2021 at 12:00 AM, Update: 17.01.2021 1:06:34 AM
হুমায়ূন কবির মানিক ||
গত ১০ জানুয়ারি- ২০২১ খ্রিষ্টাব্দে আমেরিকার সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের লক্ষ্যে আমেরিকা গমন করেছেন কুমিল্লার লাকসামের মেধাবী সন্তান ফারিয়া আলম। তিনি লাকসাম উপজেলার সুখতলা গ্রামের শহিদুল আলম ও ফারজানা আলম দম্পতির কনিষ্ঠ মেয়ে। এর আগে তিনি কৃতিত্বের সাথে এসএসসি কুমিল্লা মর্ডান হাই স্কুল ও এইচএসসি, ইস্পাহানি কলেজে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণের পর আহসান উল্লাহ সাইন্স এন্ড টেকনোলজি ইউনির্ভাসিটিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম স্থান অর্জন করে অনার্স সম্পন্ন করেছেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি একই বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০২০ সালের জুলাই মাসে তিনি আমেরিকার সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে অনলাইনে স্কলারশিপ নিয়ে ভর্তি হন। ১ম সেমিস্টারে ১ম স্থান অর্জন করায় অধিৎফ অর্জন করেন এবং ঐ বিশ্ববিদ্যালয়ের ঠরপব চৎবপরফবহঃ নির্বাচিত হন। গত ১০ জানুয়ারি- ২০২১ খ্রিষ্টাব্দে তিনি ২য় সেমিস্টারের লক্ষ্যে পুনরায় আমেরিকা গমন করেছেন। ফারিয়া আলমের সাফল্যম-িত পথচলা অব্যাহত রাখতে দেশ-বিদেশের সর্বস্তরের শুভাকাঙ্খীদের কাছে দোয়া চেয়েছেন তার পিতা শহিদুল আলম ও মাতা ফারজানা আলম।
উল্লেখ্য, ফারিয়া আলম লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের সুখতলা গ্রামের প্রয়াত শিক্ষানুরাগী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, আজগরা ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আজগরা স্কুল এন্ড কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন দানবীর ও সমাজসেবক আলতাপ আলীর নাতনি।
তার পিতা মোঃ শহিদুল আলম বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী বিশিষ্ট ব্যবসায়ী গোল্ডেন গ্রুপের চেয়ারম্যান।