মো. হাবিবুর রহমান
ঘুরি ঘরি বৃষ্টি। হিম হিম শীত। ঘণ কুয়াশায় আচ্ছন্ন ছিল গ্রামের কাঁচা রাস্তা। এ সব কিছু মারিয়ে অনুষ্ঠান স্থলে গিয়ে হাজির এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন। গত বুধবার এ ঘটনায় সাড়া পরে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সাহেবনগর ও মাহুতিকান্দার অজপাড়া গ্রামটিতে। প্রধান অতিথির বক্তব্য প্রাক্কালে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি একে একে গ্রামবাসীর সকল চাহিদা যখন পূরণের ঘোষণা দিচ্ছিলেন, তখন মুহু মুহু করতালিতে অনুষ্ঠানে বাঁধভাঙ্গা আনন্দ বইছিল। এ আনন্দের পাশাপাশিও তাদের মধ্যে বড় আনন্দ ছিল বর্তমান এমপির সদিচ্ছায় ২২ বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন সম্প্রতি ঘটে যাওয়া এ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য হাজী ইসমাইল হোসেন, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন।
সভাপতির বক্তব্যে আওয়ামীলীগ নেতা আবুল হাসেম হাসু বলেন, আজকে এ অজপাড়া গাঁয়ে এমপি মহোদয় আসবে আমরা কল্পনাও করতে পারিনি। স্বাধীনতার পর এ গ্রামে কোন এমপি আসেনি। এক ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য গত ২২টি বছর এ ইউনিয়নটিকে কুক্ষিগত করে রেখেছিল। শুধু তাই নয়, তার মন মতো চেয়মারম্যান, মেম্বার বানাতো, তাই আমরা ভোট দেওয়ার সুযোগ পেতাম না। আজকের সমাবেশে প্রমান হলো এ ইউনিয়নবাসী নতুন করে স্বাধীনতা পেয়েছে। আর এমপি মহোদয়ের অনুদানে রাস্তা, ব্রীজ, মসজিদ, কবরস্থান, খেলার মাঠ ও সোলার বরাদ্দ পেয়ে নতুন রূপ পেয়েছে। আজকের এ দিনটি এ এলাকার মানুষের কাছে স্বরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইকবাল সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জীবন মিয়া মেম্বার, মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ মেম্বার, ব্যবসায়ী আলমগীর হোসেন ও হুমায়ুন কবীর প্রমুখ।