ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাওলানা মাহমুদুল হাসানের ইন্তেকাল
Published : Thursday, 21 January, 2021 at 9:12 PM
মাওলানা মাহমুদুল হাসানের ইন্তেকালনিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই (বড় ভাঙ্গাইন্না) গ্রামের কৃতী সন্তান ও ঢাকা বাইতুল মোশারফ সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সিকেডি শ্যামলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিলো ৫০ বছর। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যা, এক ভাই, চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
শুক্রবার সকাল ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, জিরুন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক মাওলানা আবদুল মালেকের জ্যেষ্ঠ পুত্র মাওলানা মাহমুদুল হাসান দীর্ঘদিন যাবত কিডনি জটিলতায় ভোগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ইন্তেকাল করেন তিনি। পরে ঢাকার বাইতুল মোশারফ সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে ১ম জানাজা শেষে রাতে মরদেহ গ্রামের বাড়ি বড়ভাঙ্গাইন্নায় নিয়ে আসা হয়। শুক্রবার সকাল ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।