ফের মর্মান্তিক বিমান দুর্ঘটনা ব্রাজিলে। নিহত চার ফুটবলার এবং ক্লাবের প্রেসিডেন্ট। একটি প্রাইভেট জেটে করে টুর্নামেন্ট খেলতে যাচ্ছিলেন ওই ফুটবলাররা। রানওয়েতেই ভেঙে পড়ে প্লেনটি। পাইলট সহ বিমানের সকলেই মারা গিয়েছেন। এর আগে ২০১৬ সালে ব্রাজিলের একটি ক্লাবের ফুটবল টিমের সকলেই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিল।
ইটালীয় ফুটবল ক্লাব তোরিনো এসির ২৩ জন ফুটবলার নিহত হন ইটালির তুরিনে৷ অ্যাভিও লাইনি ইটালিয়ান বিমান দুর্ঘটনায় প্রাণ যায় তাদের৷
পালমাস ফুটবল ক্লাব ব্রাজিলে চতুর্থ টিয়ারের দল। রোববার পালমাস শহর থেকে ওই ক্লাবের চার ফুটবলার এবং ক্লাবের প্রেসিডেন্ট একটি প্রাইভেট জেটে ৮০০ কিলোমিটার দূরে ভিলা নোভায় যাচ্ছিলেন। সোমবার সেখানে তাঁদের টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল। পালমাস শহরের অদূরে একটি বিমান প্রশিক্ষণ কেন্দ্রের রানওয়ে থেকে বিমানটি ওড়ার কথা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রানওয়েতেই ওড়ার সময় ভেঙে পড়ে উড়ানটি। ঘটনাস্থলেই সকলের মৃত্যু হয়।
ক্লাব কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন এখনো পর্যন্ত ভেঙে পড়া বিমানটির কোনো তথ্য প্রকাশ করেনি। কীভাবে বিমানটি ভেঙে পড়ল, বিমানটি ত্রুটিপূর্ণ ছিল কি না, কিছুই জানানো হয়নি।
নিহত ফুটবলারদের নাম লুকাস, গুইলহার্ম, রানিউলে এবং মার্কাস। নিহত প্রেসিডেন্টের নাম লুকাস মেইরা। বিমানের পাইলট ছিলেন ওয়্যাগনার। ককপিট থেকে তাঁর মৃতদেহও উদ্ধার করা হয়েছে।
২০১৬ সালে কলম্বিয়া যাওয়ার পথে পাহাড়ে ভেঙে পড়েছিল আরো একটি ব্রাজিলের বিমান। ওই বিমানে ব্রাজিলের একটি ক্লাবের পুরো ফুটবল টিম ছিল। তারও বছর কয়েক আগে ব্রাজিলের এক সময়ের জাতীয় দলের অধিনায়ক ফার্নান্ডো হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন।