ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নতুন ফ্যাশন সৃষ্টি করছেন এক ডিজাইনার
Published : Monday, 25 January, 2021 at 2:49 PM
নতুন ফ্যাশন সৃষ্টি করছেন এক ডিজাইনারআধুনিক জীবনযাত্রা মানেই বিশাল পরিমাণ বর্জ্য, জঞ্জাল, আবর্জনা সৃষ্টি করা৷ এক ফ্যাশন ডিজাইনার শুধু নামী ব্র্যান্ডের বাতিল কাপড় জুড়ে অভিনব সৃষ্টির কাজে মেতে উঠেছেন৷ তিনি গোটা শিল্পক্ষেত্রের মনোভাব বদলের চেষ্টা করছেন৷
ওভারকোটের উপকরণের একাধিক উৎস৷ সেলিন, প্রাদা, কেলভিন ক্লাইন ও রাফ সিমন্সের মতো নামী ডিজাইনারদের সৃষ্টিকর্ম জুড়ে সেটি তৈরি করা হয়েছে৷ ডিজাইনার হিসেবে ডুরান ল্যানটিংকের অভিনব আইডিয়া৷

পুনর্ব্যবহার না করলে শেষ পর্যন্ত জঞ্জালের স্তূপে সেই কাপড়ের স্থান হতো৷ ডুরান ল্যানটিংক বলেন, ‘‘একেবারে নতুন করে কাপড় তৈরি করা কখনোই আমার কাছে আকর্ষণীয় ছিল না৷ কম বয়সে পুরানো কাপড় কাটতাম৷’’

২০১৮ সালে একটি ডিজাইন তাঁকে খ্যাতি এনে দিয়েছিল৷ অ্যামেরিকার সোল ধারার গায়িকা জানেল মোনায়ের জন্য তিনি তথাকথিত ‘ভ্যাজাইনা প্যান্টস’ সৃষ্টি করেছিলেন৷’’