সংগীতশিল্পী
বিলি এলিশ-এর জন্য কাজ করে ডুরান বিশেষভাবে গর্বিত৷ কারহার্ট নামের ফ্যাশন
ব্র্যান্ডের দুটি কিল্টেড জ্যাকেট কেটে একটি ওভারকোট তৈরি করেন তিনি৷ এক
শুটিংয়ের সময়ে এলিশ সেটি পরার কারণে সেই ওভারকোটের দাম কয়েক হাজার ইউরো
ছুঁয়েছে৷ ডুরান বলেন, ‘‘তিনি সত্যি অনুপ্রেরণা জোগান৷ সেটা ভালো, কারণ তরুণ
প্রজন্মের কাছে তাঁর কণ্ঠ আকর্ষণীয়৷ তিনি সচেতনভাবে ডিজাইন নিয়ে
ভাবনাচিন্তা করেন৷ পুনর্ব্যবহৃত ও আপসাইকেল করা উপাদান ব্যবহারে উৎসাহ দিয়ে
তিনি ভালোই করছেন৷’’
সেটাই ডুরান ল্যানটিংকের জীবনদর্শন৷ গোটা বিশ্বের
গ্রিনহাউস গ্যাস
নির্গমনের প্রায় দশ শতাংশের জন্য ফ্যাশন শিল্প দায়ী হওয়ায় তিনি অত্যন্ত
ক্ষুব্ধ৷ সে কারণে তিনি নিজের সৃষ্টিকর্মের জন্য পুরোপুরি শুধু রিসাইকেল
করা উপাদান ব্যবহার করেন৷ ফ্যাশন স্টোর থেকে বিনামূল্যেই তিনি সেগুলি পান৷
ডুরান বলেন, ‘‘ফ্যাশনের চিরায়ত প্রণালীর প্রতি আমার বিশ্বাস নেই, কখনোই ছিল
না৷ যেমন গুচি ও লুই ভিতোঁ প্রতিদ্বন্দ্বী হওয়ায় আমার কাছে দুটির মেলবন্ধন
ঘটানো অত্যন্ত জরুরি ছিল৷ যে যেন এলভিএমএইচ ও কেরিং-এর মধ্যে
প্রতিদ্বন্দ্বিতার মতো৷ তবে এখন আর মূল ফ্যাশন লেবেল বা নাম উল্লেখ না করে
আমার নিজস্ব নান্দনিক রীতি সৃষ্টি করা আরও জরুরি হয়ে উঠেছে৷’’