ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পরীক্ষার দাবিতে হাবিপ্রবির ১৭ ব্যাচের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
Published : Monday, 25 January, 2021 at 5:17 PM
 পরীক্ষার দাবিতে হাবিপ্রবির ১৭ ব্যাচের মানববন্ধন ও অবস্থান কর্মসূচিদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৭ ব্যাচের শিক্ষার্থীরা সেমিস্টার ফাইনাল পরীক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভিন্ন ব্যানার নিয়ে মানবন্ধন ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শীঘ্রই পরীক্ষা না নিলে আগামী ৭ দিন পর লাগাতার আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানান মানববন্ধনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ১৭ ব্যাচ এর শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভিন্ন ব্যানার নিয়ে একত্রিত হয় শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি পালনকালে জামিল মুরাদসহ কয়েক শিক্ষার্থী বলেন, তুলনামূলকভাবে নতুন বিশ্ববিদ্যালয়গুলো যদি  প্রথম বর্ষ থেকে শুরু করে শেষ বর্ষ পর্যন্ত পরীক্ষার রুটিন প্রকাশ করতে পারে, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় কেন পারবে না? আমাদের ১৭ ব্যাচের আইডি কার্ডের মেয়াদ শেষ। কিন্তু আমরা এখনো পঞ্চম সেমিস্টারে অধ্যয়নরত। এই বৈষম্য  মেনে নেয়া যায় না। আমরা আর হতাশায় ভুগতে চাই না। ১৬ ব্যাচের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে ১৭ ব্যাচের পরীক্ষা নেয়ার দাবি জানাই।
পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার সাংবাদিকদের বলেন, আমরাও চাই বিশ্ববিদ্যালয় খুলে যাক। কিন্তু  ইউজিসি কিংবা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়া পরীক্ষা নেওয়া কিংবা বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব নয়। করোনাকালীন সময়ে নতুন ভিসি না আসা পর্যন্ত সকলকে ধৈর্য ধারণের আহবান করেন।