ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পুলিশের অভিযান বুড়িচংয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
Published : Tuesday, 26 January, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।।
বুড়িচং থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করা হয়েছে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক পিপিএম জানান- সোমবার  বিকেলে বুড়িচং থানার সেকেন্ড অফিসার এসআই সুজয় মজুমদার, এসআই মেজবাহুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় মাদক মামলার পলাতক আসামি মো. এরশাদ হোসেনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে মামলা রয়েছে, যার নং- জিআর/১৭৪/১৯, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রকে ২০১৮ এর ৩৬ ৯১(১) এর ১০ (ক)। গ্রেফতারকৃত ওই আসামি বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামের মৃত: আব্দুল হালিমের ছেলে।