ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই
Published : Tuesday, 26 January, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া বাজারে রবিবার (২৪ জানুয়ারি) মধ্যরাতে বৈদ্যুতিক শক সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় ৮টি দোকানঘর পুড়ে ভষ্মিভূত হয়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ দোকান মালিকগণ।
সরজমিনে ঘুরে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে জানা যায়, গত রবিবার মধ্য রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের বাগড়া বাজারের হোটেল ব্যবসায়ী জাকির হোসেনের হোটেল থেকে বৈদ্যতিক শক সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। এসময় ওই বাজারের মুদি দোকান, ঔষুধ ফার্মেসী, সেলুন, সার কিটনাশকের দোকান এবং ইলেকট্রনিক্স দোকান এবং হোটেল পুড়ে ভষ্মিভূত হয়। খবর পেয়ে কসবা ও কুমিল্লা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছার আগেই ৮টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলেন, ঔষুধ ব্যবসী গোপল চন্দ্র শীল, সেলুন ব্যবসায়ী চন্দন সূত্রধর, হোটেল ব্যবসায়ী জাকির হোসেন, মুদি দোকান ব্যবসায়ী জসিম উদ্দিন, সেলুন ব্যবসায়ী শুকুমার শীল, সার ও কিটনাশক ব্যবসায়ী বাচ্চু মিয়া, রড ব্যবসায়ী মাহবুব, ইলেকট্রনিক্স ব্যবসায়ী বাবুল মেইকার।
খবর পেয়ে সোমবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহের ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ১৮ বান্ডিল টিন ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এ ছাড়াও বাংলাদেশ আওয়মীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবু জাহেরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে ১লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, শশীদল ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাষ্টার, প্রকল্প বাস্তবায়ন সহকারী প্রকৌশলী আবু সাইদ, উপজেলা আ’লীগের ত্রণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহ আলম ডিলার, বিশিষ্ট ব্যবসায়ী মোরশেদ আলম প্রমুখ।