Published : Tuesday, 26 January, 2021 at 12:00 AM, Update: 26.01.2021 12:39:38 AM
মাসুদ
আলম।। কুমিল্লা নগরীতে ফুটপাত ও সড়ক দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত
রয়েছে। প্রতিদিনের মতো সোমবার কুমিল্লা নগরীর পুলিশ লাইন থেকে ঝাউতলা
পর্যন্ত সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা সিটি
কর্পোরেশনের সহায়তায় ফুটপাত ও সড়ক দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা
করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.
আবু সাঈদ।
গেল বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির
সভায় কুমিল্লা নগরীর বেশিরভাগ ফুটপাত ও সড়ক দখল হওয়ার ব্যাপারে আলোচনা হয়।
পরে ওই সভায় সিদ্ধান্ত হয় নগরীর সব ফুটপাত দখলমুক্ত করার। এরপর ওই সভার
সিদ্ধান্ত মতে ডিসেম্বরের শুরু থেকে নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক
দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।
তারই ধারাবাহিকতায় সোমবার কুমিল্লা নগরীর পুলিশ লাইন থেকে ঝাউতলা পর্যন্ত সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন।
নির্বাহী
ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ জানান, কুমিল্ল নগরীর সব ফুটপাত ও সড়ক
দখলমুক্ত করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের
কারিগরি সহায়তায় সোমবার কুমিল্লা নগরীর পুলিশ থেকে ঝাউতলা পর্যন্ত উচ্ছেদ
অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জেলা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা
করেন।