একপরে ধর্মঘট, অপরপ চালাচ্ছে লঞ্চ
Published : Wednesday, 27 January, 2021 at 12:00 AM
নৌযান
শ্রমিক ফেডারেশনের আহ্বানে ধর্মঘটের মধ্যেও ঢাকা-চাঁদপুর নৌরুটে লঞ্চ
চলাচল স্বাভাবিক রয়েছে। এ ধর্মঘটকে ব্যক্তিস্বার্থে ডাকা হয়েছে উল্লেখ করে
তা না মেনে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখার কথা জানিয়েছেন চাঁদপুর নৌযান শ্রমিক
লীগের সভাপতি বিপ্লব সরকার।
তিনি বলেন, দু’টি সংগঠনের মধ্যে একটি সংগঠন
তাদের এক শ্রমিকের জামিন না মঞ্জুর করার কারণে আন্দোলনের ডাক দিয়েছে।
কিন্তু আমরা এ আন্দোলনের পে নই। আমরা লঞ্চ চালাচ্ছি। একজন ব্যক্তির
স্বার্থে আমরা সারাদেশের যাত্রীদের সেবা থেকে বঞ্চিত করতে পারি না। তাই
লঞ্চ চলাচল স্বাভাবিক আছে এবং থাকবেও।
তিনি বলেন, বিকেল ৫টায়
বোগদাদিয়া-৭ চাঁদপুর ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে গেছে। আর
সন্ধ্যা ৭টায় ছেড়ে গেছে যাত্রীবাহী লঞ্চ ইমাম হাসান। এছাড়া রাত ১২টায় আরও
একটি ছেড়ে যাবে।
এর আগে ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী লঞ্চের দুইজন
মাস্টারকে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় মেরিন আদালত। এরপর
তারা ঢাকার সঙ্গে সারাদেশের দূরপাল্লা রুটের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ
করার ঘোষণা দেয়।