ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছয় ম্যাচ পর লিভারপুলের হাসি
Published : Saturday, 30 January, 2021 at 12:00 AM
হঠাৎ কী যেন হয়ে গিয়েছিল লিভারপুলের। প্রেসিং ফুটবলের নতুন শৈলী যোগ করে ফুটবলকে আরও গতিময় করে তোলা দলটিই কিনা টানা ছয় ম্যাচ থাকতে হয়েছে জয়হীনভাবে। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা পয়েন্ট হারাতে হারাতে এক নম্বর থেকে নেমে গিয়েছিল পাঁচ নম্বরে। অবশেষে তারা ছন্দে ফিরলো। এবং সেটি জোসে মরিনিয়োর টটেনহামের বিপ।ে স্পারদের তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়ে এসেছে অলরেডস।
প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর থেকে আর কোনও জয় নেই লিভারপুলের। এরপর থেকে শুধু ড্র আর হারের বৃত্তে বন্দী ইয়ুর্গেন কপের দল। মাঝে পেরিয়ে গেছে ছয়টি ম্যাচ। বড্ড অচেনা লিভারপুল কিনা ঘরের মাঠে বার্নলির মতো দলের কাছেও হেরে গেছে। ওই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে একটি জয় দরকার ছিল তাদের। আর সেটিই এলো টটেনহামের মাঠ থেকে।
টটেনহাম স্টেডিয়ামে প্রথামার্ধের ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে এগিয়ে যায় লিভারপুল রবের্তো ফিরমিনোর গোলে। এরপর বিরতি থেকে ঘুরে এসেই ব্যবধান বাড়ায় সফরকারীরা ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড বল জালে জড়ালে। উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে সময় নেয়নি টটেনহাম। ৪৯ মিনিটে তারা এক গোল শোধ দেয় পিয়েরে-এমিলে হোইবিয়ার্গের ল্যভেদে।
যদিও মরিনিয়ো দলের আশা শেষ হয়ে যায় সাদিও মানের গোলে। ৬৫ মিনিটে এই সেনেগাল স্ট্রাইকার জাল খুঁজে পেলে লিভারপুল ব্যবধান বাড়িয়ে নেয় ৩-১ গোলে। এরপর খেলায় ফিরতে চেষ্টার কমতি রাখেনি টটেনহাম। কিন্তু আর কোনও গোল করতে পারেনি তারা।
এই জয়ে লিভারপুল ২০ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে টটেনহাম।