১৪ বছর পর গড়ানো টেস্টে পাকিস্তানের দাপুটে জয়
Published : Saturday, 30 January, 2021 at 12:00 AM
দলীয় পারফরম্যান্সের অসাধারণ নজির গড়ে দণি আফ্রিকার বিপে প্রথম টেস্টে দাপুটে জয় তুলে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। ফাওয়াদ আলমের দুর্দান্ত ব্যাটিংয়ের পর ইয়াসির শাহ ও অভিষিক্ত নুমান আলীর বিধ্বংসী বোলিংয়ে তিন দিনেই ৭ উইকেটের অনবদ্য এই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। নিউজিল্যান্ড থেকে খালি হাতে ফিরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল পাকিস্তান দলকে। তবে ৮ বছর পর প্রোটিয়াদের হারিয়ে তার জবাবটা বেশ ভালো ভাবেই দিয়েছে স্বাগতিকরা। ২০১৩ সালের পর এই প্রথম প্রোটিয়াদের বিপে লাল বলের ক্রিকেটে জয় পেলো পাকিস্তান। তাও আবার দেশের মাটিতে প্রোটিয়াদের বিপে ১৪ বছর পর গড়ানো টেস্টে!
প্রথম ইনিংসে দণি আফ্রিকার ২২০ রানের জবাবে পাকিস্তান অলআউট হয়েছিল ৩৭৮ রানে। স্বাগতিকদের ১৫৮ রানের লিডের বিপে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে বিপর্যয়েই পড়ে যায় দণি আফ্রিকা। ৪ উইকেটে ১৮৭ রান তুলে শুক্রবার চতুর্থ দিন শুরু করেছিল প্রোটিয়ারা। আগের দিন এইডেন মারক্রাম ও রাসি ফন ডার ডাসেনের শতাধিক রানের জুটিতে দ্বিতীয় ইনিংসে তারা দারুণ প্রতিরোধ গড়েছিল। কিন্তু শুক্রবার সকালে ৫৮ রান তুলতেই বাকি ৬ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। তাতে দ্বিতীয় ইনিংস ২৪৫ রান তুলে তারা স্বাগতিক পাকিস্তানকে ছুঁড়ে দেয় মাত্র ৮৮ রানের ল্য।
জয়ের ল্েয ২৩ রানে দুই উইকেট দ্রুত পড়লেও পাকিস্তানের জয় পেতে সমস্যা হয়নি বাবার আজম ও আজহার আলীর দৃঢ়তায়। তারা সেই ল্য ছুঁয়ে ফেলে দ্বিতীয় সেশনেই। বাবর সর্বোচ্চ ৩০ রান করে দলীয় ৮৬ রানে ফিরলেও ৩১ রানে অপরাজিত ছিলেন বাবর। শেষ দিকে কেশব মহারাজকে চার হাঁকিয়ে দলকে জয় এনে দেন প্রথম ইনিংসে চাপের মুখে সেঞ্চুরি করা ফাওয়াদ আলম। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
দ্বিতীয় ইনিংসে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিয়েছেন অভিষেক হওয়া ৩৪ বছর বয়সী স্পিনার নুমান আলী। এই নৈপুণ্যে টেস্ট অভিষেকে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া পাকিস্তানের ১২তম বোলারও এখন তিনি। এছাড়া ৭৯ রানে ৪ উইকেট নিয়েছেন লেগ স্পিনার ইয়াসির।