কুবিতে কর্মকর্তাদের তিনদিনব্যাপি প্রশিক্ষণ শুরু
Published : Saturday, 30 January, 2021 at 12:00 AM
তানভীর সাবিক, কুবি ।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে কর্মকর্তাদের নিয়ে তিন দিনব্যাপী' পাবলিক প্রকিউরমেন্ট এক্ট এন্ড রোলস' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভাচুর্য়াল ক্লাসরুমে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে এবং জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সালাহ উদ্দিন, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রকিউরমেন্ট পরামর্শক মোঃ এস কে শরিফুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ শামীম কিবরিয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রশিক্ষণ মানেই দক্ষতা অর্জন। প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আমাদের সবাইকে সরকারী রুলস রেগুলেশন মেনে চলতে হয়। আমরা কেউ স্বাধীন নই, আমাদের সবাইকে একটি নিয়মের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হয়।'
তিনি আরও বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের আরও বেশি দক্ষ হওয়া জরুরি। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান আপনারা ভাল মতো কাজে লাগাবেন এবং আরও বেশি নিজেদের দক্ষতা বাড়াবেন।