
আসন্ন চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ সেলিম খান সহ সাধারণ মেম্বার পদে ৯ জন ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উৎসবমুখর পরিবেশে চেয়ারম্যান প্রার্থী সেলিম খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকাল থেকেই লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা চাঁদপুর জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে সমবেত হন। সেলিম খান মনোনয়নপত্র জমা দিতে আসলে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করতে দেখা যায়।
৩ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ সেলিম খান চাঁদপুর সদর উপজেলা রিটানিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় চেয়ারম্যান প্রার্থী মোঃ সেলিম খান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছে। আমাকে নৌকার মাঝি হিসেবে আপনাদের সেবা করার জন্য পাঠিয়েছে। বিগত দিনে আমি যেভাবে আপনাদের সেবা করেছি আগামিতে ও যেন সেবা করতে পারি। তিনি আরো বলেন এ ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সবাইকে সাথে নিয়ে কাজ করবো। মনোনয়ন পত্র জমাদান কালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারন সম্পাদক আলী এরশাদ মিয়াজি, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারন সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি শহিদ পাটোয়ারি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলনসহ আরো অনেকে।
গত ২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় চাঁদপুর সদর উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেন। মেম্বার পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন ১নং ওয়ার্ড থেকে দুলাল বেপারী, ২নং ওয়ার্ড থেকে মোঃ মনির শেখ, ৩নং ওয়ার্ড থেকে মোঃ শফিক রাড়ী, ৪নং ওয়ার্ড থেকে মোঃ হারেস মজুমদার, ৫নং ওয়ার্র্ড থেকে মোঃ হারুনুর রশিদ, ৬নং ওয়ার্ড থেকে শাহ আলম মাঝি, ৭নং ওয়ার্ড থেকে মোঃ হাবিবুর রহমান টিটু, ৮নং ওয়ার্ড থেকে মোঃ ফারুক মাঝি ও ৯নং ওয়ার্ড থেকে মোঃ জহির হাওলাদার। সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডর্ থেকে হোসনে আরা বেগম বিউটি, ৪,৫,৬ নং ওয়ার্ড থেকে হাসিনা আক্তার এবং ৭,৮,৯ নং ওয়ার্ড থেকে সিমা আক্তার। আজ ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে। আগামী ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।