
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নব-গঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়ে নেতাকর্মীরা। ২ ফেব্রয়ারি মঙ্গলবার সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের উজ্জিবিত নেতাকর্মী-সমর্থকরা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমবেত হয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নতুন কমিটির পক্ষ থেকেও আগত নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়।
নব-গঠিত জেলা স্বেচ্ছাসেদক দলের আহ্বায়ক হযরত আলী ঢালীর সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সোলেমান ঢালী, যুগ্ম আহবায়ক মেরাজ আহমেদ চোকদার, ইফতেয়ার উদ্দিন শিশু, খোকন মিজি, যুগ্ম আহ্বায়স খোকন মিজি, ইয়াকুব বিন ছায়েদ লিটন, মোঃ অলি আহমেদ। অনুষ্ঠান শেষে জেলা স্বেচ্ছাসেদক দলের নব-গঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা মুনিরা ভবনে এসে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে শুভেচ্ছা বিনিময় করে। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক কাদির ভূঁইয়া স্বাক্ষরিত পত্রে এই ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। এতে জেলা স্বেচ্ছাসেদক দলের সাবেক সাধারণ সস্পাদক হযরত আলী ঢালীকে আহবায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলকে সদস্য সচিব করা হয়।