ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধন
Published : Saturday, 6 February, 2021 at 6:10 PM
চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধনবাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের অন্তর্গত ৪৪ পদাতিক ব্রিগেডের আয়োজনে ও চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধন হয়েছে।

৬ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০ টার চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ এর ভার্চূয়ালি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা.দীপু এমপি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ ২০২০ এর ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত মুজিববর্ষ জাতীয় ও আন্তর্জাতিকভাবে উদযাপন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হওয়ার সাথে সাথেই স্টেডিয়াম থেকে ৫ কি.মি ম্যারাথন দৌড় শুরু হয়।

এতে উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.খায়রুল ইসলাম, ভেন্যু সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন মেজর তুহিন, চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) কাজী আব্দুর রহিম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযুদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি মন্জুরুল মোর্শেদ, উপজেলা চেয়ারম্যান নুরুল হক নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার শানজিদা শাহনাজ, জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের     পরিচালনায় ছিলেন চাঁদপুর জেলা ত্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

এছাড়াও ম্যারাথনে চাঁদপুর সরকারি কলেজ রোভার স্কাউট, বিএন সিসি, চাঁদপুর জেলা স্কাউট, জেলা পুলিশ,আনসার ভিডিপি, গ্রাম পুলিশসদস্যগণ, জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জেলা সদরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীগণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবক দল স্বতঃস্ফূর্তভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অংশগ্রহণ করে। অনুরূপ চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী অফিসরের তত্ত্বাবধানে চাঁদপুরের উদ্বোধন করার পরেই শুরু হয়।