চাঁদপুরের ৮ উপজেলায় করোনার টিকা দেয়া শুরু
Published : Saturday, 6 February, 2021 at 6:16 PM
বৈশ্বিক করোনা মহামারির হাত থেকে দেশ বাসীকে মুক্ত করতে সরকার করোনার টিকা সংগ্রহ করেছে। তারই ধারাবাহিকতায় আজ ৭ ফেব্রুয়ারি রবিবার থেকে চাঁদপুরে ৮ উপজেলায় ৭ হাজার ২শ জনকে করোনার ভায়াল টিকা দেয়া হবে।সকাল ১০ টায় ভিডিও কনর্ফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনি এম পি।
শনিবার সকাল থেকে প্রতিটি উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে পিকা পৌছে দেয়া হয়েছে। রবিবার সকাল থেকে একযোগে সকল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিবন্ধনকৃত ব্যাক্তিদের কে ৩০ মিনিট চিকিৎসকগন অবজারভেশনে রেখে তার পর করোনার টিকা শরীরে পুশ করা হবে।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাযায়, চাঁদপুর সদর উপজেলায় ১ হাজার ৪শ ৮৮, ফরিদগঞ্জে ১ হাজার ১ শ ৮২, হাইমচরে ৩শ ২৭, শাহরাস্তিতে ৬শ ৮৩, হাজীগঞ্জে ৯ শ ৮৫, কচুয়ায় ১ হাজার ১ শ ৩৯,মতলব দক্ষিণে ৬ শ ২৬ ও মতলব উত্তর উপজেলায় ৮ শ ৭০ জনকে প্রথম ধাপে এ টিকা দেয়া হবে।