গত বছর পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসুর চলচ্চিত্র ‘ডিকশনারি’তে অভিনয় করেছেন মোশাররফ করিম। ছবিটি আগামী ১২ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে উঠবে।
এরইমধ্যে এই নির্মাতা পরিকল্পনা করছেন তার পরবর্তী সিনেমার। ভারতের বিখ্যাত ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবির ধাঁচে পলিটিক্যাল থ্রিলার বানানোর ইচ্ছে তার। এতে তিনি অভিনেতা হিসেবে চান মোশাররফ করিমকে।
পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমকে ব্রাত্য বলেন, ‘‘ডিকশনারি’র জন্য অনেক কষ্টে মোশাররফ করিমকে রাজি করেছিলাম। হয়তো আমার সঙ্গে পরের কাজও করবেন।”
মোশাররফ করিম সম্পর্কে তিনি বলেন, “অসাধারণ। ওর ‘কমলা রকেট’ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি প্রযোজকদের জোর দিয়ে বলেছিলাম, ‘ডিকশনারি’র এই চরিত্রটার জন্য মোশাররফ করিমকেই চাই। ওরা রাজি হন। বাংলাদেশে গিয়ে আমরা ওর সঙ্গে চুক্তি করে আসি। এই ছবির (ডিকশনারি) ‘ডার্ক হর্স’ অবশ্যই মোশাররফ করিম।”
জানা যায়, পরের ছবিটিও প্রযোজনায় থাকবেন ‘ডিকশনারি’ প্রযোজক ফিরদৌসুল হাসান।
এদিকে, ‘ডিকশনারি নিয়ে বেশ আশাবাদী ব্রাত্য।
বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত এটি। এর চিত্রনাট্য তৈরি করেছেন উজ্জ্বল চ্যাটার্জি।
এ চলচ্চিত্রে একটি আবাসন প্রতিষ্ঠানের মালিক মকরক্রান্তি চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার স্ত্রী পৌলমি। মোশাররফ ‘বাবা হওয়া’ গল্পে অভিনয় করেছেন।
আর ছবির ‘স্বামী হওয়া’ কাহিনিতে মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন নুসরাত জাহান ও আবির চট্টোপাধ্যায়।