ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১৯টি বুথে করোনার টিকা দেওয়া হবে ফেনীতে
Published : Saturday, 6 February, 2021 at 7:36 PM
ফেনীতে প্রায় তিন হাজার ব্যক্তি করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। নিবন্ধনধারীদের রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফেনী জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে করোনা টিকা দেওয়া শুরু হবে। তবে কে প্রথম টিকা নেবেন তার নাম এখনও ঠিক হয়নি।

জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের আটটি, পাঁচটি উপজেলায় দুটি করে ১০টি ও ফেনী পুলিশ লাইনে একটিসহ মোট ১৯টি বুথে করোনা টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিটি বুথে ১৫০ জনকে টিকা দেওয়া সম্ভব হবে। এ হিসেবে জেলায় প্রতিদিন টিকা দেওয়া যাবে দুই হাজার ৮৫০ জনকে। চাহিদা থাকলে বুথ বাড়ানো হবে। নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না বলে জানান তিনি।

করোনার টিকার বিষয়ে সিভিল সার্জন বলেন, টিকা নিতে ভয়-ভীতির কোনও কারণ নেই। এ টিকা পরীক্ষিত। করোনার টিকার জন্য নিবন্ধন করতে হলে সঙ্গে করে আনতে হবে জাতীয় পরিচয়পত্র। তিনি নিজেও ৭ ফ্রেব্রুয়ারি টিকা নেবেন বলে জানিয়েছেন।