ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৬.৩ মাত্রার ভূমিকম্প ফিলিপাইনে
Published : Sunday, 7 February, 2021 at 1:39 PM
৬.৩ মাত্রার ভূমিকম্প ফিলিপাইনে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির সিসমোলজি সংস্থা জানায়, রবিবারের এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও আশটার শকের আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স এর আগে জানিয়েছিল, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ এবং গভীরতা ১০ কিলোমিটার।

পরে ফিলিপাইনের ইন্সটিটিউট অব ভলকোনোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, তারা ভূমিকম্পটির গভীরতা ১৫ কিলোমিটার শনাক্ত করেছে এবং এটি ছিল টেকটোনিক।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন সক্রিয় প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত। নিয়মিতই দেশটিতে ভূমিকম্প দেখা দেয়।