কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সহকারীদের টিকাদানের মাধ্যমে কোভিড-১৯ এর ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা রবিবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত টিকাদান কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলায় ৫১৬ ভায়াল (৫১৬০) ডোজ টীকা সরবরাহ করা হয়েছে। সরবরাহকৃত ডোজ দিয়ে ৫ হাজার ১শ ৬০জন ব্যাক্তিকে টীকা দেওয়া সম্ভব। এ পর্যন্ত অনলাইনে ২১৩ জন আমাদের হাসপাতালের অধীনে নিবন্ধন করেছেন। প্রত্যেককে টিকা গ্রহণের জন্য জানানো হয়েছে। রবিবার সকাল ১১টায় কোভিড-১৯ টীকা প্রদানের আনুষ্ঠনিক উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহ আলম ডিলার, ডাক্তার হাসিনা সুলতানা, ডাক্তার মুবিন ইমতিয়াজ, ডাক্তার তোফায়েল আহাম্মেদ ভূইয়া, ডাক্তার তরেকা রাইহানা, ডাক্তার খোরশিদা রহমান রুবা, ডাক্তার সোহেল রানা, ব্রাহ্মণপাড়া থানার পলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক আতাউর রহমান প্রমুখ। পর্যায়ক্রমে নিবন্ধিত সকল কমিউনিটির লোকদেরকে টিকা প্রদান করা হবে।