চট্টগ্রামে প্রথমদিনে করোনাভাইরাসের টিক গ্রহণ করেছেন ৮৪৭ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৪০ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪০ জন এবং ১৪ উপজেলায় ৬৬৭ জন। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে টিকার কর্মসূচি শুরু হয়। চট্টগ্রামে মোট ১৫টি কেন্দ্রে টিকা দেওয়ার কার্যক্রম চলবে।
জানা যায়, চট্টগ্রামে টিকা গ্রহণ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল সাইফুল আবেদীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি প্রমুখ। দায়িত্বশীলদের টিকাগ্রহণের পর চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ অগ্রাধিকার তালিকাভুক্তরাও টিকা পাবেন।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমি টিকা গ্রহণ করেছি। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ভালই আছি। আশা করি সবাই করোনার ভ্যাকসিন গ্রহণ করবেন।’
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, প্রথম দফায় চট্টগ্রামে এক লাখ ৫৪ হাজার টিকা আসে। প্রথমদিন চমেক হাসাপাতালে স্বাস্থ্যকর্মী ও ৫৫ বছরের বেশি বয়সী যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের টিকা দেওয়া হয়েছে। ১০টি বুথে এ কার্যক্রম চলছে। একই দিন জেনারেল হাসপাতালেও টিকা কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকি ১৩টি কেন্দ্রেও টিকা কার্যক্রম শুরু হবে।’
জানা যায়, চমেক হাসপাতালের ৪র্থ তলায় ভ্যাকসিন প্রদানের জন্য চারটি বুথ রয়েছে। এর মধ্যে দুটি বুথে পুরুষ এবং দুটি বুথে মহিলাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রথম দিন অনলাইনে নিবন্ধনকৃতদর মধ্যে ১৪০ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়। দুপুর আড়াইটা পর্যন্ত চলে কার্যক্রম।
চট্টগ্রাম নগরে টিকা দেওয়া কেন্দ্রগুলো হচ্ছে- চমেক হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম সেনানিবাস হাসপাতাল, চট্টগ্রাম পুলিশ হাসপাতাল, চসিক জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম নৌ-বাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বিমানবাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, চসিক বন্দরটিলা হাসপাতাল, চসিক মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, চসিক ছাফা মোতালেব মাতৃসদন হাসপাতাল, ইউএসটিসি হাসপাতাল, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল। তাছাড়া ১৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হবে টিকা।