তিতাসে করোনা ভাইরাস টিকাদান কর্মসূচির উদ্বোধন
Published : Monday, 8 February, 2021 at 12:00 AM
কবির হোসেন, তিতাসঃ
সরা দেশের ন্যায় কুমিল্লার তিতাস উপজেলায় কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান প্রথম টিকা গ্রহণ করে উক্ত কার্যক্রম উদ্বোধন করেন।
জানা যায়, সম্মুখসারির করোনাযোদ্ধা ডাক্তার, নার্স, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ যারা রয়েছে তারাই আগে টিকা গ্রহণ করবেন।
টিকা প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর সার্কেল মীর আবিদুর রহমান, ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক মহসীন ভূইয়া, উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকারসহ তিতাস উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় নেতা কর্মীরা।