মুরাদনগরে উদ্বুদ্ধ করতে প্রথম টিকা নিলেন সংবাদকর্মীরা
Published : Monday, 8 February, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
কুমিল্লার মুরাদনগরে সব শ্রেণি পেশার মানুষকে উদ্বুদ্ধ করতে করোনার টিকা প্রথম নিলেন সংবাদকর্মীরা। বৈশ্বিক মহামারির কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা দেওয়ার প্রথম দিন গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ কক্ষে ওই টিকা দেয়া কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকতা ডা: নাজমুল আলমের সভাপতিত্বে টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। টিকা দিয়ে উদ্বোধন কর্মসূচির শুভ সূচনা করেন দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি প্রভাষক আজিজুর রহমান রনি, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি শামীম আহম্মেদ, দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি মাহবুব আলম আরিফ। পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা: সিরাজুল ইসলাম মানিকসহ ১১জন স্বাস্থ্য কর্মী টিকা নেয়।
সংবাদকর্মীরা বলেন, টিকা আসার আগেই কিছু মানুষ বিভ্রান্তিকর তথ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চালন করেছেন। সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরাতে এবং সব শ্রেণি পেশার মানুষকে উদ্বুদ্ধ করতে আমরা টিকা নিয়েছি। পর্যায়ক্রমে উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মী টিকা গ্রহণ করবেন।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকতা ডা: নাজমুল আলম দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, করোনা কালের সম্মুখ যোদ্ধা সংবাদকর্মীরা টিকা নিয়ে আমাদের কর্মসূচিকে ইতিবাচক সাড়া ফেলেছেন। এ পর্যন্ত যারা টিকা নিয়েছে সকলেই আমাদের পর্যবেক্ষনে আছে। কারো কোন প্রকার সমস্যা হয়নি। আশা করছি নিবন্ধনের মাধ্যমে সকলেই এ টিকা নিতে আগ্রহী হবেন।