করোনা ভ্যাকসিন চান্দিনায় মুক্তিযোদ্ধাদের প্রদানের মধ্য দিয়ে শুভ সূচনা
Published : Monday, 8 February, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শরীরে ভ্যাকসিন প্রদানের মধ্য দিয়ে উপজেলার সন্মুখ যোদ্ধাদের করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সারা দেশের ন্যায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের করোনা টিকা প্রদান বুথে ওই কার্যক্রম শুু করা হয়।
উপজেলা পর্যয়ে টিকা প্রদান করতে প্রথমেই মুক্তিযোদ্ধাদের শরীরে টিকা প্রদান করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডা. ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ নির্মল চন্দ্র দাসকে টিকা প্রদান করেন সংশ্লিষ্টরা।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. গাজী মাহমুদুল হাসান, ডা. ত্রিবিদ কুমার কর, ডা. হাছিনা আক্তার, ডা. শিমুল রঞ্জন দে, ডা. সাইক বিন আলম, ডা. সাজ্জাত হোসেনসহ ডাক্তার, ও ১১ জন নার্স ও স্যাকমো ভ্যাকসিন নিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ, চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাজী মাহমুদুল হাসান জানান- রবিবার ভ্যাকসিন প্রয়োগের প্রথম দিনে দুই ভায়াল ভ্যাকসিনের মাধ্যমে ৩জন বীর মুক্তিযোদ্ধা, ৬জন ডাক্তার সহ মোট ২০জন ভ্যাকসিন নিয়েছেন। যারা নিবন্ধন করতে পারছেন না তাদের নিবন্ধন করার জন্য আমরা পৃথক বুথ খোলা রেখেছি। তবে প্রথম পর্যায়ে আমরা সন্মুখ যোদ্ধাদের করোনা ভ্যাকসিন প্রদান করবো।