চান্দিনায় জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ
Published : Monday, 8 February, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় মৎস্য অধিদপ্তরের অধীনে বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
চান্দিনা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার আয়োজনে শনিবার চান্দিনা মৎস্য খামারে এই সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহা-পরিচালক কাজী শামস আফরোজ,
মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম মহিবুল্লাহ, চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ, পৌর মেয়র মফিজুল ইসলাম, বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুস সাত্তার, জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক আলী আশরাফ এমপি বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে সাধারণ মানুষের উপকার হয়। সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। জেলে-কৃষক সহ সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য এ সরকার নানা উদ্যোগ গ্রহন করেছে । ফলে সকলে সরকারি সকল সুযোগ সুবিধা ও উপকার ভোগ করতে পারছে।
তিনি উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে আরো বলেন আপনরা সকলে বাড়ির আঙ্গিনায় নানা রকম সবজি ও তরকারির চারা রোপন করবেন। কোন জায়গা যেন খালি না থাকে। প্রত্যেকে নানা রকম ফলের গাছ লাগাবেন। আপনাদের সকলের অংশগ্রহনে দেশ এগিয়ে যাচ্ছে এবং আরো এগিয়ে যাবে। আপনাদের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করবে।