ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব মিলন আহমেদ আর নেই
Published : Monday, 8 February, 2021 at 1:59 AM
কুমিল্লার বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব মিলন আহমেদ আর নেইস্টাফ রিপোর্টার।। কুমিল্লা সংস্কৃতি অঙ্গনের প্রিয় মুখবিশিষ্ট যন্ত্রসঙ্গীত শিল্পী  কালিপদ মেমোরিয়াল কালচারালএকাডেমির অধ্যক্ষ ওস্তাদ  মিলন আহমেদ আর নেই।  ফেব্রুয়ারী রাত সাড়ে ১১টায় তিনি ঢাকার নিউলাইফ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন)কুমিল্লার বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্বজেলা শিল্পকলা একাডেমি সম্মাননাপ্রাপ্ত এই গুণীজন মিলন আহমেদকিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় গণস্বাস্থ্য  হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু চিকিৎসাশেষ না করে গত ২৫ জানুয়ারি কুমিল্লায় ফিরে আসেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে আবার ঢাকায়নেয়া হয়। কিন্তু সঙ্গীতাঙ্গনের সকলকে শোক সাগরে ভাসিয়ে চির বিদায় নেন। মৃত্যুকালে তাঁর বয়সহয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রীদুই মেয়েসহ বহুগুনগ্রাহী  শুভাকাঙ্খি রেখে গেছেন। সোমবার সকালে সঙ্গীতজ্ঞ মিলন আহমেদের মরদেহ কুমিল্লা শহরের মগবাড়ি চৌমুহনীস্থ বাসায় আনাহবে এবং জানাজা সময় সকালে নির্ধারণ করা হবে।