ইতালিতে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।
শুক্রবার রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে তাদের আটক করা হয় বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির দৈনিক ‘লা রিপাবলিকা’।
ওই প্রতিবেদনে বলা হয়, আটককৃত দুজন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ট্রানজিট ফ্লাইটে রোমে এসে পৌঁছান। রোমের বিমানবন্দর থেকে নিজ বাসায় যাবার উদ্দেশ্যে গাড়িতে ওঠার সময় সেখানে কর্মরত ক্যারাবিয়ান পুলিশ তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে।
পরে তল্লাশি করলে তাদের ব্যাগের মধ্যে বিভিন্ন পদ্ধতিতে লুকিয়ে রাখা ৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজারমূল্য প্রায় ৩০ হাজার ইউরো বা প্রায় ৩০ লাখ টাকা বলে জানায় পত্রিকাটি।
বর্তমানে আটককৃত ওই দুই বাংলাদেশি দেশটির লাতিনা জেলখানায় বন্দি রয়েছেন।