ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গাজীপুরে চলছে টিকাদান কর্মসূচি
Published : Monday, 8 February, 2021 at 12:27 PM
গাজীপুরে চলছে টিকাদান কর্মসূচিগাজীপুরে ৭টি টিকাদান কেন্দ্রে সোমবার দ্বিতীয় দিনের মতো কোভিড টিকাদান কার্যক্রম চলছে। গাজীপুরের সিভিল সার্জন ডা. মো: খায়রুজ্জামান জানান, টিকা প্রদানের জন্য অনলাইন ও সশরীরে উপস্থিত হয়ে নিবন্ধন করছেন সাধারণ মানুষ। জেলার ৭টি হাসপাতালে প্রতিদিন একযোগে এই টিকা প্রদান করা হচ্ছে। রবিবার পর্যন্ত জেলায় ২২০ জনকে টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে পুরুষ ১৭৫ জন এবং ৪৫ জন নারী। এ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করেছে ৬ হাজার ২৭৮ জন।

কোভিড-১৯ টিকা প্রদানে নিয়োজিত হাসপাতালগুলো হলো, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতাল, টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, রাজেন্দ্রপুর সিএমএইচ এবং কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র।
তিনি আরও জানান, গাজীপুরে ১ লাখ ৮০ হাজার ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। গাজীপুর মহানগর ও জেলায় পর্যায়ক্রমে প্রতিটি নাগরিককে টিকার আওতায় আনা হবে।