মুন্সীগঞ্জে স্ত্রী পারুল বেগমকে (৪২) হত্যার অভিযোগে স্বামী আলমগীর খানকে আটক করেছে সদর থানা পুলিশ। রবিবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশীপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত স্বামী আলমগীর খানের সাথে স্ত্রী পারুল বেগম (৪২) এর সাথে পারিবারিক কলহ চলছিলো। সেই ঘটনায় তাদের মধ্যে গত ৬ মাস আগে তালাক হয়। পরে ৩ দিন আগে পুনরায় দু’জনের মধ্যে মিল হলে বিয়ে করেন তারা। পরে গতকাল রবিবার দিবাগত রাত ১ টার দিকে দু'জনের মধ্যে আবারও কলোহ শুরু হয়। এসময় দুজনের মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘাটে।
ধারণা করা হচ্ছে স্ত্রী পারুল বেগমকে গলা টিপে হত্যা করে স্বামী আলমগীর খান। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে পারুলকে মৃত পড়ে থাকতে দেখে রাতে পুলিশের খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় অভিযুক্ত আলমগীর খানকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত পারুল বেগমের দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, রাতে ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী আলমগীর খানকে গ্রেফতার করা হয়েছে।