ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে তিনদিন ব্যাপী কুমিল্লা বই উৎসব
Published : Monday, 8 February, 2021 at 6:51 PM
১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে তিনদিন ব্যাপী কুমিল্লা বই উৎসববাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লেখকদের বই নিয়ে ৩দিন ব্যাপী “একুশে বই উৎসব” আগামী ১৯ ফেব্রুয়ারি কুমিল্লা শিল্পকলা প্রাঙ্গণে শুরু হচ্ছে। এই উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ৭ ফেব্রুয়ারি জেলা শিল্পকলাতে অনুষ্ঠিত হয়। জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ড. আলী হোসেন চৌধুরী, অধ্যক্ষ শফিকুর রহমান, কবি ফখরুল হুদা হেলাল, কবি সৈয়দ আহমেদ তারেক, কবি শফিকুল ইসলাম ঝিনুক, অধ্যক্ষ শামীম হায়দার, কবি রতন ভৌমিক প্রনয়, গাজী মোঃ ইউনুস, জামাল উদ্দিন দামাল, রোখসানা ইয়াসমিন, কবি আরিফুল হাসান, নিজাম উদ্দিন রাব্বি, আল মামুন, এ কিউ আশিক, তাসলিমা লিয়া, প্রমুখ। বই উৎসব সফল করার জন্য কবি সৈয়দ আহমদ তারেককে আহবায়ক এবং এ.কিউ আশিককে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় বক্তাগণ কুমিল্লার সকল লেখকদের বই উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান এবং আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে জেলা শিল্পকলা একাডেমিতে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বই জমা দেয়ার অনুরোধ করেন।