শেষ মুহূর্তের গোলে স্বস্তির ড্র চট্টগ্রাম আবাহনীর
Published : Tuesday, 9 February, 2021 at 12:00 AM
পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়াল উত্তর বারিধারা। জাগাল প্রিমিয়ার লিগে প্রথম জয়ের আশা। তবে শেষ মুহূর্তের গোলে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার দুই দলের ম্যাচটি ২-২ ড্র হয়। সাত ম্যাচে দ্বিতীয় ড্র করা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৮। ছয় ম্যাচে তৃতীয় ড্র করা উত্তর বারিধারার ৩ পয়েন্ট।
২৯তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ পায় উত্তর বারিধারা। মিশরের ফরোয়ার্ড মোস্তফা মাহমুদের পাস ধরে আরিফ হোসেনের শট দ্রুত ছুটে এসে ফেরান গোলরক মোহাম্মদ নাঈম।
আগের তিন লিগ ম্যাচে জয়হীন থাকা চট্টগ্রাম আবাহনী প্রথম ভালো আক্রমণ থেকে এগিয়ে যায় ৪০তম মিনিটে। মোনায়েম খান রাজুর ফ্রি কিক থেকে হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মে।
সবশেষ ম্যাচে মোহামেডান স্পোর্টিং কাবকে রুখে দেওয়া উত্তর বারিধারা সমতায় ফেরে ৫৭তম মিনিটে। সুজন বিশ্বাসের ছোট পাস ধরে ডি-বক্সের ভেতরে থাকা আরিফ হোসেন নিজে শট না নিয়ে ডান দিকে ফাঁকায় থাকা সুমন রেজাকে বাড়ান। অনায়াসে ল্যভেদ করেন এই ফরোয়ার্ড।
৭৪তম মিনিটে এগিয়ে যায় উত্তর বারিধারা। মনির আলমের ভুল পাস থেকে বল পেয়ে আরিফ ডান দিকে আক্রমণে উঠে উজবেকিস্তানের ডিফেন্ডার পুলাতোভ শুকুর আলিকে কাটিয়ে নিচু শটে ল্যভেদ করেন।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে চিনেডু ম্যাথিউয়ের বাড়ানো বল ধরে কাওসার আলি রাব্বীর প্রথম শট গোলরক ফেরালেও শেষ রা হয়নি। ফিরতি শটে ঠিকই ল্যভেদ করেন তিনি।