ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে নিরাপদ কৃষি কর্মশালা
Published : Tuesday, 9 February, 2021 at 12:00 AM
এবিএম আতিকুর রহমান বাশার ঃ
খাদ্য নিরাপত্তায় আমরা সয়ংসম্পূর্ণ কিন্তু নিরাপদ খাদ্যে পিছিয়ে আছি। দেবীদ্বারে ক্লিন এন্ড গ্রীণ সোসাইটির উদ্যোগে সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অডিটরিয়ামে আয়োজিত নিরাপদ কৃষি কর্মশালায় আলোচকরা ওই বক্তব্য তুলে ধরেন।
ক্লিন এন্ড গ্রীণ সোসাইটি ট্রাষ্ট বোর্ডের প্রেসিডেন্ট এবিএম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে এবং ফার্ম এন্ড ফার্মার্সের পরিচালক মো. ফখরুল আলম ভূঁইয়া বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবীদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাঈদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী ও শাখা ব্যবস্থাপক মো. ওমর ফারুক মিয়াজী।
আলোচনায় অংশ নেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, সেইলর ইনফু টেক লিমিটেডের পরিচালক ও আইটি বিশেষজ্ঞ নাজমুল হাসান নাহিদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড অর্গানাইজার মো. ইমরানুল হক সরকার এবং নিরাপদ কৃষি কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ক্লিন এন্ড গ্রীণ সোসাইটির প্রধান নির্বাহী ও মাটি অর্গানিকস্ লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক মো. খায়রুল আলম ভূঁইয়া।
প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাঈদুজ্জামান বলেন, আমরা খাদ্য নিরাপত্তায় সয়ংসম্পূর্ণূ হয়েছি, এখন আর খাদ্যাভাবে মানুষ মরেনা কিন্তু এ খাদ্য ভোগে মানুষ ক্যান্সার, লিবার, কিডনি রোগসহ নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে জীবনী শক্তি হারাচ্ছে, এমনকি মৃত্যুর কোলেও ঢলে পড়ছে। এর একটাই কারন খাদ্য উৎপাদনে ফলন ও স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে নানা বিষাক্ত রাসায়নিকযুক্ত বালাই নাশক ব্যবহার। এ রাসায়নিক নাশকগুলোতে যে বিষাক্ততা আছে তা খাদ্যভোগে আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রধান প্রতিবন্ধক হয়ে দাড়িয়েছে। এখন জৈব বালাই নাশক ব্যবহারে কৃষিবিজ্ঞানীরা নতুন পদ্ধতির বালাই নাশক ও ফসলের ফলন বৃদ্ধিতে জৈব সার উদ্ভাবন করায় মনোনিবেশ হয়েছেন।
বিশেষ অতিথি মো. ওমর ফারুক মিয়াজী বলেন, তাদের বেশীরভাগ সদস্যই কৃষির সাথে জড়িত, কৃষি অধিদপ্তর এবং ক্লিন এন্ড গ্রীণ সোসাইটির সহযোগীতা পেলে তাদের সদস্যরা ভালোমানের ফসল উৎপাদন এবং সুস্থ্য জীবনযাপন করতে পারবেন। প্রয়োজনে কৃষকদের সকল ধরনের আর্থিক সহযোগীতা করা হবে।
প্রধান আলোচক মো. খায়রুল আলম ভূঁইয়া বলেন, বিষমুক্ত পদ্ধতিতে সব্জী-ফল সহ বিভিন্ন ফসল উৎপাদনে কৃষকদের উদ্বোদ্ধ করতে চাচ্ছি। ইতিমধ্যে উপজেলার কৃষিবিভাগের উদ্যোগে মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামকে নিরাপদ গ্রাম ঘোষণা করা হয়েছে। আমরা এখন পুরো উপজেলাকে বিষমুক্ত কৃষিগ্রাম হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করেছি।