ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ৪ ঘর ভষ্মিভূত নগদ অর্থসহ তিনলক্ষ টাকার ক্ষয়ক্ষতি
Published : Tuesday, 9 February, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ॥ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর (সিংহার চাড়া) গ্রামে সোমবার (৮ফেব্রুয়ারি) সকালে বৈদ্যতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৩টি বসত ঘর ও রান্নাঘরসহ ৪ ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। এঘটনায় নগদ অর্থসহ প্রায় তিনলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার।
সরজমিনে ঘুরে জানা গেছে, গতকাল সোমবার বেলা ১১টার সময় ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর (সিংহার চাড়া) গ্রামের সরকার বাড়ীর সুলতান আহাম্মেদ সরকারের একটি বসত ঘরে বৈদ্যতিক শক সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। এসময় তার ২টি বসত ঘর ও ১টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়াও একই ঘটনায় ওই বাড়ির খলিল সরকারের একটি বসত ঘরের আংশিক পুড়ে ভষ্মিভূত হয়।
এব্যাপারে ক্ষতিগ্রস্থ সুলতান আহাম্মেদ সরকার বলেন, অগ্নিকান্ডের ঘটনার সময় আমরা ঘরের বাহিরে কাজ করছিলাম। আমার পুত্রবধু বাহির থেকে বসত ঘরে যাওয়ার সময় দেখতে পায় আমাদের বসত ঘরে আগুন জ্বলছে। এ সময় সে আগুন আগুন বলে চিৎকার করলে আমরা এবং এলাকাবাসী এগিয়ে আসা পর্যন্ত আগুনের লেলিহান শিখা পাশের অন্যান্য ঘরেও ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় আমার ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা এবং আসবাবপত্রসহ ২টি বসত ঘর ও একটি রান্নাঘর পুড়ে যায়। এ ছাড়াও একই বাড়ির খলিল সরকারের একটি বসত ঘরের আংশিক অংশ পুড়ে যায়। এতে আমাদের প্রায় তিনলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন ক্ষতিগ্রস্থ পরিবার।