ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অ্যান্থনি ব্লিংকিনের ফোনালাপ
Published : Thursday, 11 February, 2021 at 11:59 AM
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অ্যান্থনি ব্লিংকিনের ফোনালাপসৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন। এ সময় তারা ইয়েমেন যুদ্ধের অবসানে কূটনৈতিক চেষ্টা নিয়ে কথা বলেন।

বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবারে তাদের এই আলোচনায় সৌদির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের বিষয়েও কথা হয়েছে।

ইয়েমেন যুদ্ধের একটি আলোচিত রাজনৈতিক পথ খুঁজে বের করতে পরিকল্পিত কূটনৈতিক চেষ্টা নিয়েও তারা কথা বলেন।

এছাড়া সৌদির বিরুদ্ধে যে কোনো হামলা প্রতিরোধের বিষয়টিও তাদের আলোচনায় ছিল।

এদিকে বুধবার রিয়াদে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত মার্টিন গ্রিফিথস ও টিমথি লিন্ডারকিংকে স্বাগত জানিয়েছেন সৌদি আরবের উপ-প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ।

এ সময় তারা ইয়েমেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সৌদি আরবের নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করতে না চাওয়ায় দুই দূতকে ধন্যবাদ দিয়েছেন প্রিন্স খালিদ।