রাজধানীর আদাবরে ১৪ নম্বর কাঁচাবাজারের একটি বেকারিতে লাগা আগুনে ক্ষতি হয়েছে ১০ লাখ টাকা। আগুনের পর ওই বেকারি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩০ লাখ টাকার মালামাল। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
এরশাদ হোসেন জানান, গতকাল রাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে কাঁচাবাজারে অবস্থিত ওই বেকারির ১০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে ওই বেকারিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে রাত পৌনে ১টায়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।